প্রকাশিত: Sun, Jul 2, 2023 10:54 PM
আপডেট: Mon, Apr 28, 2025 11:38 PM

[১]আজ ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ [২]সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

এল আর বাদল: [৩] ভোর সাড়ে পাঁচটায় ঢাকায় পৌঁছাবেন তিনি। এমিলিয়ানো মার্টিনেজ নিজেই ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ঘণ্টা দশেকের এই সফর নিয়ে দারুণ উচ্ছ্বসিত কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতা এই গোলরক্ষক। অল্প কিছু আনুষ্ঠানিকতা শেষে বিকেলেই কলকাতাগামী ফ্লাইট ধরবেন মার্টিনেজ।

[৪] আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ঘুচাতে ফ্রান্সের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। এই গোলরক্ষকের প্রতি মুগ্ধতা ছড়িয়েছিল সুদূর বাংলাদেশি সমথর্কদের মাঝেও, যা অজানা নয় মার্টিনেজের। তাই ভারত সফরের আমন্ত্রণ পেয়ে নিজ থেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশে আসার। ২৯ মে নিজের ফেইসবুক পেইজে নিশ্চিত করেছিলেন সেই খবর।

[৫] ঢাকায় ঝটিকা সফরে ভক্ত-সমর্থকদের সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ নেই তার। ৩ থেকে ৫ জুলাই সফরে তার বড় অংশই কাটবে কলকাতায়।

[৬] কলকাতার স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু অ্যাসোসিয়েটসের  কর্ণধার শতদ্রু দত্ত বলেন, ঢাকা আসার পর  এমিলিয়ানো সকাল সাড়ে ১০টায় আমার ক্লায়েন্টের অফিসে যাবেন। ওখানে আধঘণ্টা-এক ঘণ্টা কাটিয়ে প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে সাক্ষাৎ করে সরাসরি বিমানবন্দরে যাবেন। 

[৭] মার্টিনেজকে নিয়ে কলকাতায় চার ও পাঁচ তারিখে থাকছে ব্যাপক আয়োজন। 

[৮] শতদ্রু দত্ত বলেন, কলকাতায় আমার একটা চ্যাট শো আছে, ‘তাহাদের কথা’ নামে। সেখানে তিনি নিজের জীবন নিয়ে বলবেন। তারপর মোহনবাগান মাঠে একটি ম্যাচে তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। মোহনবাগান ক্লাবও পরিদর্শন করবেন। তার পরদিন একটি পেনাল্টি কনটেস্টে বিজয়ীদের পুরস্কার দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি।

[৯] বাংলাদেশের মানুষ ফুটবল অন্তঃপ্রাণ। এখানে রয়েছে আর্জেন্টিনার লাখ লাখ সমর্থক। অথচ তারা সুযোগ পাচ্ছেন না এমিলিয়ানোকে দেখার ও তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার। 

[১০] বাংলাদেশ সফর কেন ছোট হয়ে গেলো এই বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের? সে সম্পর্কে শতদ্রু দত্ত বলেন, বাংলাদেশের ডলার সংকটের কারণে বড় আকারের পেমেন্ট করা সম্ভব হচ্ছে না। একটি কোম্পানি উনার ফ্লাইটের খরচ দিয়েছে। 

[১১] এর আগে শতদ্রুর উদ্যোগেই কলকাতা ঘুরে গেছেন সর্বকালের সেরা দুই ফুটবলার পেলে ও ম্যারাডোনা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব